বাউল গান

মাওলানা


তুমি এসমে আজ যত তরানে ওলা
গাউছেলাম বাবা নুরে মাওলা তুমি এসমে
আযম যত তরানে ওলা…..

আলীফেতে ওহে দাল্লা রাখালিতে খালিকুল্লা
নুর মুহাম্মদ সাল্লি ওলা..
আমার বাবা মাওলানা
আওলাদে রাসুল মদিনার ফুল আমার বাবা মাওলানা

আলিফেতে আছো তুমি লামের মাঝে থাকি আমি
মিমেতে মোহাম্মাম সেজে করতেছো কত বাহানা…
আওলাদে রাসূল মদিনার ………..ঐ

আব্দুল্লার হই চখো কানা চিনে না সে পর আপনা
এই দুনিয়া হবে ফানা
আমার বাবা মাওলানা
আওলাদে রাসূল মদিনার ………..ঐ
========================================================================

দয়াল চান্দের পায়ের 

আমি কুকুর হইয়া দেই পাহাড়া
দয়াল চান্দের ঘড় বাড়ি
আমি যেন হইতে পারি…….

দয়াল আমার অযু করে যেই ঘটি দিয়াি
আমি যেন থাকতে পারি সেই ঘটি হইয়া
দয়াল চান্দের বাড়ির ঝারু আমি যেন হইতে পারি

দয়াল ও দয়াল আমার খাটে ঘুমায়
যেই বিসানার পর আমি যেন থাকতে পারি সেই বরাবর
দেওয়ান আক্কাসের এই মর বেলায় মুরশিদ
রুপ দেখতে পাই…
আমি যেন হইতে পারি
======================================================================


তোমার ভাজ খুলো আনন্দ 




তোমার ভাজ খুলো আনন্দ দেখাও
করি প্রেমের তরজমা ।।
যে বাক্য অন্তরে ধরি
নাই দাড়ি তার নাই কমা
ভাজ খুলো আনন্দ দেখাও
তোমার ভাজ খুলো আনন্দ দেখাও

তীর্থে তীর্থে বেড়াই ঘুরি
পন্থে পন্থে বেড়াই ঘুরি।।
মনকে বেকা তেড়া করি। ।
মনের মেঘতো সরে না
তোমার ভাজ খুলো আনন্দ দেখাও
করি প্রেমের তরজমা ।

দাড় টেনেছি দাড়ির সঙ্গে
তীর ভেঙেছি তারই রঙে ।।
কী বিভঙ্গ নারীর অঙ্গে ।।
পুষ্পে মধু ধরে না
তোমার ভাজ খুলো আনন্দ দেখাও
করি প্রেমের তরজমা ।
========================================================================

কাঁচা হাড়িতে রাখিতে




কাঁচা হারিতে গো হারিতে
রাখিতে নারিলি প্রেমজল
ও কাঁচা হারিতে গো হারিতে
রাখিতে নারিলি প্রেমজল

ও কাঁচা হারিতে গো হারিতে গো হারিতে
রাখিতে নারিলি প্রেমজল
রাখিতে নারিলি প্রেমজল

করবি যদি পাকা হারি
চল রে তবে গুরুর বাড়ি গুরুর বাড়ি গুরুর বাড়ি
গুরুর প্রেমানলে দগ্ধ হয়ে রুপ করিবে টলমল

রাখিতে নারিলি প্রেমজল গো
গুরুর প্রেমানলে দগ্ধ হয়ে রুপ করিবে টলমল
কাঁচা হারিতে গো হারিতে
রাখিতে নারিলি প্রেমজল
রাখিতে নারিলি প্রেমজল গো
রাখিতে নারিলি প্রেমজল

কাঁচা হারি জলে দিলে
হারিটা তখনি যাইবে গলে
কাঁচা হারি জলে দিলে
তখনি যাইবে গলে
তখনি যাইবে গলে
তখন শেষকালেতে দুইজনাতে লাগবে গণ্ডগোল
শেষকালেতে দুইজনাতে লাগবে গণ্ডগোল গো
রাখিতে নারিলি প্রেমজল
কাঁচা হারিতে
রাখিতে নারিলি প্রেমজল

ও সেই সদানন্দ ভেবে আউল
ওরে ক্ষ্যাপা কি তুই হবি বাউল
ওরে ধান কুটিলে মিলবে চাউল
তুষ কুটিলে কি বা ফল

রাখিতে নারিলি প্রেমজল গো
রাখিতে নারিলি প্রেমজল
ও কাঁচা হারিতে হারিতে হারিতে হারিতে
রাখিতে নারিলি প্রেমজল

ওরে করবি যদি পাকা হারি
গুরুর বারি চল রে
গুরুর বাড়ি চল

আবার করবি যদি পাকা হারি
গুরুর বারি চল রে
গুরুর বাড়ি চল

রাখিতে নারিলি প্রেমজল
ও কাঁচা হারিতে হারিতে হারিতে হারিতে
রাখিতে নারিলি প্রেমজল
জল গো
রাখিতে নারিলি প্রেমজল
রাখিতে নারিলি প্রেমজল
জল গো

Comments