সজনী সজনী সজনী
আমার বলার কিছু ছিলো না
কতো শপ্ন দেখেছি
কিছু দুরে থাকা কিছু কাছে আসা
আমার বলার কিছু ছিলো না
কতো শপ্ন দেখেছি
কিছু দুরে থাকা কিছু কাছে আসা
সজনী সজনী সজনী
সজনী সজনী সজনী,
তোমার ভালবাসায় আমি সিক্ত ঋনী!!
সজনী সজনী সজনী,
তোমার ভালবাসায় আমি সিক্ত ঋনী!!
প্রতি ক্ষণে ক্ষণে বাজে কানে,
প্রতি ক্ষণে ক্ষণে বাজে কানে,
তোমার হাসির ঝিলিক
চুড়ির রিনিঝিনি!!
সজনী সজনী সজনী,
তোমার ভালবাসায় আমি সিক্ত ঋনী!!
আ আ আ আ আ….
চৌচিড় এ হৃদয়ে তুমিই রাণী,
চোখে বর্ষা ঝরে প্রতি দিন-রজনী;
চৌচিড় এ হৃদয়ে তুমিই রাণী,
চোখে বর্ষা ঝরে প্রতি দিন-রজনী।
সজনী!
সজনী সজনী সজনী সজনী
তোমার ভালবাসায় আমি সিক্ত ঋনী!!
একদিন তোমার ভুল ভাংবেই জানি,
কাটবে আধাঁর তুমি মুছবে অশ্রু জানি।
একদিন তোমার ভুল ভাংবেই জানি,
কাটবে আধাঁর তুমি মুছবে অশ্রু জানি।
সেই ভাবনায় অাজো প্রহর গুনি,
সেই আশাতেই অাজো প্রহর গুনি;
শুনি তোমার আগমনী প্রতিধ্বনি!!!
সজনী,
সজনী সজনী সজনী সজনী
তোমার ভালবাসায় আমি সিক্ত ঋনী!!
সজনী সজনী সজনী,
তোমার ভালবাসায় আমি সিক্ত ঋনী!!
সজনী,
সজনী সজনী সজনী সজনী
তোমার ভালবাসায় আমি রিক্ত ঋনী!!
========================================================================
আমার বলার কিছু ছিলো না
আমার বলার কিছু ছিলো না, না গো,
আমার বলার কিছু ছিলো না।
চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে,
তুমি চলে গেলে চেয়ে চেয়ে দেখলাম,
আমার বলার কিছু ছিলো না, না গো,
আমার বলার কিছু ছিলো না।
সব কিছু নিয়ে গেলে যা দিয়েছিলে,
আনন্দ,হাঁসি,গান, সব তুমি নীলে।
সব কিছু নিয়ে গেলে যা দিয়েছিলে,
আনন্দ হাঁসি গান সব তুমি নীলে।
যাবার বেলায় শুধু নিজেরই অজান্তে,
সৃতিটাই গেলে তুমি ফেলে, তুমি চলে গেলে-
আমার বলার কিছু ছিলো না, না গো,
আমার বলার কিছু ছিলো না।
দুঁহাতে তোমার ওগো এতো কিছু ধরে গেলো,
ধরলো না শুধু এই সৃতিটা,রয়ে গেলো শেষ দিন,
রয়ে গেলো সেদিনের প্রথম দেখার সেই ইতি টা।
কোথা থেকে কখন যে কি হয়ে গেলো,
সাজানো ফুলের বনে ঝড় বয়ে গেলো।
কোথা থেকে কখন যে কি হয়ে গেলো,
সাজানো ফুলের বনে ঝড় বয়ে গেলো।
সে ঝড় থামার পরে, পৃথিবী আঁধার হলো,
তবু দেখি দীপ গেছো জ্বেলে, তুমি চলে গেলে-
আমার বলার কিছু ছিলো না,
চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে,
তুমি চলে গেলে চেয়ে চেয়ে দেখলাম,
আমার বলার কিছু ছিলো না, না গো,
আমার বলার কিছু ছিলো না।
========================================================================
কতো শপ্ন দেখেছি
কতো শপ্ন দেখেছি কতো ছবি একেছি,
কতো গান গেয়েছি আমি তোমায় নিয়ে।
সবই তোমায় নিয়ে, সব ই তোমায় নিয়ে ২
কতো শপ্ন দেখেছি কতো ছবি একেছি,
কতো গান গেয়েছি আমি তোমায় নিয়ে।
সব ই তোমায় নিয়ে, সব ই তোমায় নিয়ে ২
তুমি আমার জীবনে ফুটা ফুল,
ভালোবেসে করেছো আকুল।
তুমি আমার জীবনে ফুটা ফুল,
ভালোবেসে করেছো আকুল।
কতো পথ চলেছি, কতো শুখে ভেসেছি,
কতো তরী বেয়েছি আমি তোমায় নিয়ে।
সব ই তোমায় নিয়ে, সব ই তোমায় নিয়ে ৪
কতো শপ্ন দেখেছি কতো ছবি একেছি,
কতো গান গেয়েছি আমি তোমায় নিয়ে।
শুধু তোমার ঐ রিদয় ও ছায়ায়,
অনুরাগে ভাবে ভাসায়।
শুধু তোমার ঐ রিদয় ও ছায়ায়,
অনুরাগে ভাবে ভাসায়।
কতো কাছে এসেছি কতো চেয়ে থেকেছি,
কতো মগ্ন রয়েছি আমি তোমায় নিয়ে।
সব ই তোমায় নিয়ে, সব ই তোমায় নিয়ে ৪
কতো শপ্ন দেখেছি কতো ছবি একেছি,
কতো গান গেয়েছি আমি তোমায় নিয়ে।
তুমি আমার বুকের ঝর্না হয়ে,
সব ব্যাথা দিয়েছো ধুয়ে।
তুমি আমার বুকের ঝর্না হয়ে,
সব ব্যাথা দিয়েছো ধুয়ে।
কতো ভুল করেছি কতো দু:খ সয়েছি,
কতো মালা গেথেছি আমি তোমায় নিয়ে।
সব ই তোমায় নিয়ে, সব ই তোমায় নিয়ে ৪
কতো শপ্ন দেখেছি কতো ছবি একেছি,
কতো গান গেয়েছি আমি তোমায় নিয়ে।
সবই তোমায় নিয়ে, সব ই তোমায় নিয়ে ২
========================================================================
কিছু দুরে থাকা কিছু কাছে আসা

কিছু দুরে থাকা কিছু কাছে আসা
এ আসার যেন শেষ নেই
তুমি এলে কাছে সুর জাগে গানে
সুরের যে কিছু শেষ নেই।
এই রাত এত সুন্দর হল তুমি আসবে বলে
এই চাঁদ এত সপ্নীল হল ভালবাসবে বলে
দুজনের মধুস্বপ্নের মতো
মায়াময় কোন দেশ নেই।
এই মন এত চঞ্চল হল তুমি আসবে বলে
এই ক্ষন এত উজ্জ্বল হল তুমি হাসবে বলে
হাসির মায়ায় কে বলে এখন
ভালোলাগার সে আবেশ নেই।
========================================================================



Comments
Post a Comment